মালয়েশিয়া ভিসা চেক
আপনার মালেশিয়া ভিসা চেক করতে চাচ্ছেন? জেনে নিন, মালয়েশিয়া ভিসা চেক ২০২৩ কিভাবে করবেন।
দীর্ঘ চার বছর পর মালয়েশিয়া ভিসা প্রসেসিং শুরু হওয়ায় বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভিসার জন্য আবেদন করেছে। সেই আবেদনের অবস্থা জানতে মালয়েশিয়া ভিসা চেক ২০২৩ করতে হয়। এছাড়াও, দালালের মাধ্যমে ভিসা সংগ্রহ করলে প্রতারণা থেকে বাঁচতে মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আপনার ভিসা সঠিক কিনা যাচাই করে নিন।
মালয়েশিয়া কলিং ভিসা চেক করার নিয়ম
অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য প্রথমেই ভিজিট করুন- eservices.imi.gov.my এবার আপনার সামনে আসা অনুসন্ধান ফর্মে Company Registration No./ Application Number. দিয়ে সার্চ করলেই আপনার মালয়েশিয়া ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন।
বর্তমানে তিনটি উপায়ে মালয়েশিয়া ভিসা চেক করা যায়।
- ভিসা এপ্লিকেশন বা রেফারেন্স নম্বর
- কোম্পানী রেজিস্ট্রেশন নম্বর
- পাসপোর্ট নম্বর
কোম্পানি রেজিস্ট্রেশন নম্বর ও ভিসা অ্যাপ্লিকেশন/রেফারেন্স নম্বর আপনার ভিসার স্লিপে উল্লেখ থাকে। ভিসার স্লিপটিতে কোম্পানি নামের পাশে কোম্পানি রেজিস্ট্রেশন নম্বর এবং ডান পাশে QR Code এর উপরে ভিসা অ্যাপ্লিকেশন নম্বর দেখতে পাবেন।
অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে মালয়েশিয়া ভিসা চেক ২০২৩
অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে প্রথমেই, eservices.imi.gov.my এই লিংকে ভিজিট করুন। এবার, আপনার ভিসার স্লিপটিতে থাকা ভিসা অ্যাপ্লিকেশন বা রেফারেন্স নম্বরটি সঠিকভাবে লিখে search বাটনে ক্লিক করুন।
নিচের ছবিতে চিহ্নিত স্থানে আপনার ভিসার কোম্পানি রেজিস্ট্রেশন নম্বর, কার্ড নম্বর, অন্যান্য তথ্য ও স্ট্যাটাস দেখতে পাবেন।
কোম্পানি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে মালয়েশিয়া ভিসা চেক ২০২৩
কোম্পানি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে একইভাবে ভিসা চেক করতে পারবেন। সেক্ষেত্রে, নিচের চিহ্নিত স্থানে কোম্পানি রেজিস্ট্রেশন নম্বর লিখে search বাটনে ক্লিক করুন। এবার, সেই কোম্পানির আওতায় থাকা ভিসার তালিকা দেখতে পাবেন। সেখানে আপনার পাসপোর্ট নাম্বার ও নাম অনুযায়ী ভিসার বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক ২০২৩
পাসপোর্ট নম্বর দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করতে প্রথমেই ভিজিট করুন https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus?lang=en। অনুসন্ধান পেজটি ইংরেজিতে দেখতে লিংকের শেষে- ?Lang=en, অবশ্যই এই অপশনটি যুক্ত থাকতে হবে।
এবার, আপনার Passport No. দিন এবং citizen অপশনে আপনার দেশের নাম সিলেক্ট করুন। ব্যাস, আপনার পাসপোর্ট এর সাথে সংযুক্ত থাকা মালয়েশিয়া ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।
মালয়েশিয়া ভিসা চেক করার অ্যাপস
প্লে-স্টোর থেকে পাসপোর্ট নম্বর দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য অনেক অ্যাপস পাওয়া যায়। সেখানে শুধু পাসপোর্ট নম্বর দিয়ে ও দেশ নির্বাচন করে ভিসা চেক করতে পারবেন। তবে ভিসার সকল স্ট্যাটাস বিশ্বস্ত মাধ্যম থেকে পেতে ওয়েবসাইটে মালয়েশিয়া ভিসা চেক ২০২৩ করাই ভালো।
স্টিকার নম্বর দিয়ে মালয়েশিয়া ই ভিসা চেক
মালয়েশিয়া ই-ভিসা চেক করার জন্য ভিজিট করুন, e-visa check এই লিংকে। এখানে আপনার পাসপোর্ট নম্বর ও স্টিকার নম্বর লিখুন। নিচের ছবিতে থাকা ক্যাপচাটি Answer ঘরে পূরণ করে, I have optioned my eVISA অপশনে টিক দিয়ে ‘ Check‘ বাটনে ক্লিক করুন। আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পাবেন।
মালয়েশিয়া ভিসার স্ট্যাটাস সমূহের ব্যাখ্যা
মালয়েশিয়া ভিসা চেক করার পর নিচের ছবিতে থাকা স্ট্যাটাস গুলো দেখতে পাবেন-
এগুলোর অর্থ হলো-
- Application Received- আবেদনটি গৃহীত হয়েছে।
- New- গ্রহীত আবেদনটি মালয়েশিয়া ইমিগ্রেশন দ্বারা প্রক্রিয়া করা হচ্ছে।
- Approve- মালয়েশিয়ার ইমিগ্রেশন দ্বারা আবেদনটি অনুমোদিত হয়েছে এবং পেমেন্ট ও স্টিকার প্রিন্টের জন্য প্রস্তুত। FOMEMA চেক না করে থাকলে চেক আপ করুন।
- Reject- আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে।
- Cancel- আবেদনটি বাতিল করা হয়েছে।
- Pay- আবেদনের ফি পরিশোধ হয়েছে এবং স্টিকার প্রিন্টের জন্য প্রস্তুত।
- Print- আবেদন স্টিকার প্রিন্ট হয়েছে এবং সংগ্রহের জন্য প্রস্তুত।
- Postpone- মালয়েশিয়ার ইমিগ্রেশন দ্বারা আবেদন স্থগিত হয়েছে।
FAQ’s
অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক ২০২৩ ?
অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য প্রথমেই ভিজিট করুন- eservices.imi.gov.my. এবার, Company Registration No./ Application Number. দিয়ে সার্চ করলেই আপনার মালয়েশিয়া ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে কলিং ভিসা চেক ?
https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus?lang=e – এই লিংকে ভিজিট করে আপনার পাসপোর্ট নম্বর ও citizen অপশনে দেশের নাম লিখে সার্চ করলে মালয়েশিয়ার কলিং ভিসা চেক করতে পারবেন।