পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম অনেকে গুগলে সার্চ করে থাকেন। শুধুমাত্র তাদের জন্য আজকের এই Soudi Visa Check আর্টিকেলটি। এই লেখাটি মনযোগ সহকারে স্টেপ বাই স্টেপ অনুসরণ করলে নিজে নিজে ঘরে বসে অনলাইনে সৌদি আরব ভিসা চেক করে জানতে পারবেন ভিসাটি আসল না নকল।
এছাড়াও সৌদি ভিসা চেক করে জানতে পারবেন, ভিসাটির কোম্পানীর নাম, ভিসা কোন প্রকারের এবং ভিসার মেয়াদ কতদিন ইত্যাদি।
সৌদি ভিসা চেক আপডেট
enjazit ভিসা চেক করার ওয়েবসাইট enjazit.com.sa পরিবর্তন হয়ে visa.mofa.gov.sa ওয়েবসাইটে কিভাবে ভিসা চেক করবেন তা নিম্নে তুলে ধরা হলো-
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
সৌদি আরবের ভিসা চেক করার জন্য visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData লিংকে প্রবেশ করুন। তারপর আপনার Passport Number, Nationality এবং Visa Issuing Authority- Dhaka নির্বাচন করুন। ক্যাপচা কোডটি হুবহু লিখে সার্চ করুন। পরবর্তী স্টেপে আপনার ভিসা সম্পর্কিত সকল তথ্য প্রদর্শন হবে।
নতুন পাসপোর্ট করতে পড়ুন: ই পাসপোর্ট করার নিয়ম
ধাপ ১ # ভিজিট করুন সৌদি ভিসা চেকিং ওয়েবসাইট- visa.mofa.gov.sa
MOFA Saudi visa check প্রবেশ করুন। তারপর উপরের বাম পাশের মেনু হতে ইংরেজি ভাষার জন্য E সিলেক্ট করুন । বর্তমানে সরাসরি visa.mofa.gov.sa ওয়েবসাইট থেকে সৌদি ভিসা যাচাই করা যাচ্ছে না।
ধাপ ২ # ভিসা চেক করুন
নিম্নের ছবির ন্যায় একটি পৃষ্ঠা প্রদর্শিত হবে। এখানে পাসপোর্ট নাম্বার লিখে Visa Type এ Work বা আপনার কাঙ্খিত ক্যাটাগরি সিলেক্ট করুন।
এখানে জাতীয়তা Current Nationality বাংলাদেশী হিসাবে বাংলাদেশ সিলেক্ট করুন। Visa Issuing Authority যেহেতু Saudi Mission in Dhaka হবে তাই এখানে, Dhaka নির্বাচন করুন।
সবশেষে ক্যাপচা কোডটি বাম পাশে সঠিকভাবে লিখে Search বাটনে ক্লিক করুন।
ধাপ ৩ # সৌদি ভিসার তথ্য যাচাই করুন
পাসপোর্ট নাম্বার দিয়ে মোফা ভিসা চেক করলে সম্পূর্ণ ভিসার তথ্য আপনার সামনে চলে আসবে। ইতিমধ্যে আপনার ভিসাটি যদি ইস্যু এবং অনুমোদন হয়ে যায়। তাহলে সৌদি ভিসার Visa Number, Application Number, Visa Sponsor সকল তথ্য সম্বলিত সকল তথ্য দেখতে পাবেন।
উপরের দেখানো পদ্ধতি অনুসরণ করে সৌদি আরবের ওয়ার্ক ভিসা চেক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এখন জানবো কিভাবে কোম্পানীর নাম এবং পেশা সম্পর্কে জানতে পারবো।
সৌদি ভিসা বাংলা অনুবাদ যেভাবে করবেন
সৌদি ভিসা বাংলা অনুবাদ করতে গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন। কোম্পানীর নাম এবং পেশা আরবী দেওয়া থাকে। তাই এগুলো কপি করে গুগলে ট্রান্সলেটরে পেস্ট করুন। এরপর আরবী টু ইংরেজি অনুবাদ করুন।
যেহেতু সৌদি আরবের ভাষা আরবী সেহেতু তাদের সকল কার্যক্রম আরবী ভাষাতে হয়ে থাকে। তাই আপনি আরবী ভাষা না বুঝে থাকলে Google Translator ব্যবহার করে Sponsor কে অথবা পেশা কি তা জানতে পারবেন।
সৌদি ভিসা চেক সম্পর্কে প্রশ্ন ও উত্তর
সৌদি আরবের ভিসা চেক করবো কিভাবে?
সৌদি আরবের ভিসা চেক করতে, ভিজিট করুন- MOFA visa check এই ওয়েবসাইটে। এখানে প্রবেশ করার পর আপনার পাসপোর্ট নাম্বারের সাহায্যে করে ভিসা চেক দিতে পারবেন।
সৌদি আরবের ভিসায় কোম্পানি ও পেশা কিভাবে চেক করব?
ভিসা চেক করার পর Sponsor এবং Occupation এ দুটি অপশন দেখতে পারবেন। প্রথম এই আরবি লেখাটুকু কপি করবেন তারপর Google Translator ওপেন করে পেস্ট করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কোম্পানী এবং পেশা সম্পর্কে।
হোম পেইজে যান | Home |
সকল দেশের ভিসা চেক | Visa Chek Online |
শেষকথা
যারা সৌদি আরব যেতে চাচ্ছেন অথবা যাবেন তাদের সকলেই ভ্রমণের পূর্বে উচিত সৌদি ভিসা অনলাইনে চেক করা। ভিসাটি সঠিক কিনা, পেশা, কোম্পানীর নাম ও ধরণ ঠিক আছে কিনা যাচাই করা খুবই জরুরী। প্রতারণার হাতে থেকে বাঁচতে অবশ্যই সৌদি আরব ভিসা চেক করে নিশ্চিত হয়ে নিবেন এসব বিষয়।