নোটিশ

রাকিব মাল্টিমিডিয়ার এই পোস্ট টি আপনার ভালো লাগলে শেয়ার করুন এবং অন্যদেরকে এই ওয়েব সাইট টি ভিজিট করার জন্য অনুরোধ করছি। আপনার যেকোনো অভিযোগ সরাসরি জানাতে কল করুন 01772131866 নাম্বারে। ধন্যবাদ ---মো: রাকিবুল হাসান, স্বত্তাধীকারী, রাকিব মাল্টিমিডিয়া
Movies

সুখী দাম্পত্য জীবন গড়ার কিছু প্রয়োজনীয় টিপস


  একে অপরকে জানিয়ে দিন যে আপনারা পরস্পরকে ভালোবাসেন।


 একই সময়ে দু'জন রেগে যাবেন না।

♥ সমালোচনা যদি করতেই হয় ভালোবাসা দিয়ে বলুন।

  পুরোনো ভুলগুলিকে তুলে আনবেন না।

 কোন তর্ক জিইয়ে রেখে ঘুমাতে যাবেন না, আগেই সমাধান করে নিন।

 একে অপরকে উপেক্ষা করবেন না।

 দিনে কমপক্ষে একবার একসাথে (নফল) সালাত আদায় করুন।

 মনে রাখবেন সকল সফল স্বামী/স্ত্রীর পেছনে একজন শ্রান্ত পরিশ্রমী জীবনসঙ্গী থাকে, যে একটানা পরিশ্রম করে যায় অন্যজনকে সতেজ রাখতে।

 মনে রাখবেন ঝগড়া করতে দু'জনের প্রয়োজন হয়।

 আপনি যখন কোনো ভুল করবেন তা স্বীকার করে নিন।

 দিনে অন্তত একবার আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর প্রশংসা করুন।

 আপনার স্বামী/স্ত্রী বিছানায় যাওয়ার পর আপনি দশ মিনিটের বেশি বিলম্ব করবেন না।

 আপনার জীবনসঙ্গী কিছু বললে তা মন দিয়ে শুনুন।

 মনে রাখবেন আপনার স্বামী/স্ত্রী একটি ক্রিকেট বা ফুটবল ম্যাচ ও সিরিয়াল বা মুভির চেয়ে অধিক গুরুত্বপূর্ণ।

 আপনার সঙ্গী বা সঙ্গিনী যখন কোন নতুন পোশাক পরিধান করবে কিংবা ভিন্ন ভাবে মাথা আচরাবে তখন খেয়াল করুন।

 বিভিন্ন আনন্দদায়ক মূহুর্তগুলো স্মরণে রাখুন।

 আপনার পক্ষ থেকে আপনার সঙ্গী কাউকে কোন কাজ করে দিলে তাকে ধন্যবাদ দিন।

 যিনি দেরিতে ঘুম থেকে উঠবেন, তিনি বিছানা গুছিয়ে নিন।

 আপনার স্বামী/স্ত্রীকে ক্লান্ত-পরিশ্রান্ত দেখালে তার জন্য কিছু করুন।

 আপনার জীবন সঙ্গী কে কখনোই জনসম্মুখে অপমান করবেন না।

 নিজেদের গোপন কিছু অন্যদের নিকট বলে বেড়াবেন না।

 সবসময় পরস্পরের মধ্যে সু-সম্পর্কের জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করবেন।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
Movies
Movies
Movies