নোটিশ

রাকিব মাল্টিমিডিয়ার এই পোস্ট টি আপনার ভালো লাগলে শেয়ার করুন এবং অন্যদেরকে এই ওয়েব সাইট টি ভিজিট করার জন্য অনুরোধ করছি। আপনার যেকোনো অভিযোগ সরাসরি জানাতে কল করুন 01772131866 নাম্বারে। ধন্যবাদ ---মো: রাকিবুল হাসান, স্বত্তাধীকারী, রাকিব মাল্টিমিডিয়া
Movies

খাওয়ার পর এই ৫টি কাজ কখনো করবেন না ৷

 আপনি নিজে সুস্থ থাকুন ও সুস্থ থাকার পরামর্শ দিন 



অসুখ হলে তা ভালো করার জন্য ঔষধ আছে, জ্বর, সর্দি,মাথা ব্যাথা ইত্যাদি ছোট ছোট অসুখ গুলি প্রায় সকলের ই হয়ে থাকে ৷ কিন্ত জীবনে ছোট ছোট কিছু ভুল কাজ করার জন্য বড় বড় অসুখের সম্মুখিন হতে হয় ৷ এমন কি মৃত্যুর দারপ্রান্তে পৌঁছাতেও বেশি সময় লাগে না ৷ আজকের ভিডিওতে আলোচনা করব  খাওয়ার পরে সঙ্গে সঙ্গে  যে কাজ গুলি করলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে ৷

খাওয়ার পর এই ৫টি কাজ কখনো করবেন না ৷

১- খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে গোসল না করা ৷খাওয়ার পর পরই গোসল করলে শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায়। ফলে পাকিস্থলির চারপাশে রক্তের পরিমাণ কমে যেতে পারে। যা পরিপাকতন্ত্রকে দুর্বল করে তোলে।

২- অনেকে দেখা যায় খাবার শেষ করার সঙ্গে সঙ্গেই ধূমপান শুরু করে। ধূমপান করা একই তো সঠিক না এর দ্বারা ক্যনসার সহ বড় বড় অসুখ হয়ে থাকে ৷ তার পরেও খাবারের পরে অনেকে ধূমপান করে এটা খুবই মারাত্মক খারাপ অভ্যাস। চিকিত্‍সকরা বলেন, অন্য সময় ধূমপান যতটুকু ক্ষতি করে খাবার খাওয়ার পর ধূমপান করলে তা ১০ গুণ বেশি ক্ষতিকরে।

৩-  খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়া খুবই খারাপ অভ্যাস। এর ফলে শরীরে মেদ জমে যায়। শ্বাস কষ্ট ও এপান্ডিস হওয়ারও সম্ভাবন থাকে ৷

৪- খাবার পর পরেই চা খাওয়া । চায়ে থাকে প্রচুর পরিমাণ টেনিক এসিড যা খাদ্যের প্রোটিনকে ১০০ গুণ বাড়িয়ে তোলে। এতে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে। ফলে পেটের মধ্যে বিভিন্ন রোগের সৃষ্টি হয় ৷

৫- খাবার খাওয়ার পরপরই অনেকে ফল খায়। এটা একদম ঠিক নয়। কারণ এতে বাড়তে পারে এসিডিটি। খাবার গ্রহণের দু’এক ঘণ্টা আগে বা পরে ফল খাওয়া ভাল।

৬- খাবার পরে সঙ্গে সঙ্গে ব্যাম না করা, ভরা পেটে ব্যম করলে পেটের সমস্যা বাড়ে ৷

আপনার মধ্যে যদি এই অভ্যাসগুলি থেকে থাকে তাহলে তা আজই বর্জণ করুন, ইন শা আল্লাহ বড় বড় রোগ থেকে বেচে থাকবেন ৷
নিজে সুস্থ থাকুন এবং ভিডিওটি শিয়ার করে অন্য কে সুস্থ থাকতে সাহায্য করুন ৷

বন্ধুরা আজ এই পর্যন্তই আবার একটি নতুন বিষয় নিয়ে উপস্থত হব, ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ৷

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
Movies
Movies
Movies