নোটিশ

রাকিব মাল্টিমিডিয়ার এই পোস্ট টি আপনার ভালো লাগলে শেয়ার করুন এবং অন্যদেরকে এই ওয়েব সাইট টি ভিজিট করার জন্য অনুরোধ করছি। আপনার যেকোনো অভিযোগ সরাসরি জানাতে কল করুন 01772131866 নাম্বারে। ধন্যবাদ ---মো: রাকিবুল হাসান, স্বত্তাধীকারী, রাকিব মাল্টিমিডিয়া
Movies

কাওকে মন থেকে ভুলতে ৫টি কাজ করুন-

 ব্রেক আপকাওকে মন থেকে ভুলতে ৫টি কাজ করুন-



বিয়ের আগে প্রেম সম্পূর্ণ রূপে হারাম – তবুও অনেক ভাই বোন এই সম্পর্কে জড়িয়ে যান ৷ পরবর্তিতে বিভিন্ন কারণে ৮০% ব্রেক আপ হয়ে যায় ৷ তখন যে বেশি ভালোবেসে থাকে তখন সে বেশি কষ্ট পেয়ে থাকে এবং প্রিয় মানুষটিকে মন থেকে ভুলার চেষ্টা করে ৷ বন্ধুরা বিয়ের আগে প্রেম সম্পর্কে একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে… …………
এ ছাড়া এমন কোন মানুষ যে আপনাকে কষ্ট দিয়ে থাকে আপনি তার সঙ্গে খুশি থাকতে পারছেন না তাই তাকে মন থেকে ভুলে যেতে চায়ছেন –

কাওকে মন থেকে ভুলতে হলে ৬টি কাজ করুন দ্রুত ভুলে যেতে পারবেন ৷

১- বেশি বেশি আল্লাহর জিকির করুন –

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّٰهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
যারা ইমান এনেছে আর আল্লাহর যিকির দ্বারা মনকে প্রশান্তি দিয়েছে ৷ নিশ্চয় আল্লাহর যিকির দ্বারা মন/অন্তর প্রশান্তি লাভ করে ৷
( সুরা রা’দ 28)

মানুষের মনে যখন কারো জন্য কষ্টের ঝড় বয়ে যায় তখন তা দূর করা ও তাকে ভুলা কষ্টকর হয়ে যায়
সেই সময় প্রত্যেক নামাজের পর বা যে কোন সময় হোকনা কেন আল্লাহর জিকির করলে মনের কষ্ট দূর হয় এবং তাকে ভুলা সম্ভাব হয় ৷

২- গান শুনা বন্ধ করুন: –
গান বাজনা ইসলামে হারাম -তবুও অনেকেই আছেন যারা দুঃখের কিছু গান শুনে কাওকে ভুলতে চান কিন্তু গান শুনলে আরো বেশি মনে পড়বে ৷কারণ গাণ বাজনা শয়তানের বাদ্যযন্ত্রের অন্তর ভুক্ত যা মানুষকে পুরনো কথা মনে করিয়ে কষ্ট দেয় ৷
তাই গান শুনা বন্ধ করুন ৷ যদি কিছু শুনতেই চান তাহলে পবিত্র কুরান শুনুর ও গজল শুনুন ৷

৩- সোসাল মেডিয়া থেকে ব্লক করুন :-
যদি সোসাল মিডিয়াতে তার সঙ্গে যুক্ত থাকেন তাহলে ব্লক করে দিন ৷ নচেৎ যখনই সোসাল মিডিয়াতে তাকে দেখবেন কষ্ট বাড়বে ৷ ফলে ভুলা সম্ভাব হবে না ৷

৪- তার কোন ছবি থাকলে
ডিলিট করুন:-

যদি আপনার কাছে তার কোন ছবি থাকে তাহলে ডিলিট করে ফেলুন ৷ নচেৎ যখন যখন তার ছবি দেখবেন তখন তখন কষ্ট বাড়বে আবার নতুন করে সব কিছু মনে পড়বে ৷ তাই মন থেকে কাওকে ভুলতে হলে তার কোন ছবি বা তার দেওয়া কোন উপহার কাছে রাখবেন না ৷

৫- নিজের মূল্য বুঝতে শিখুন: –
আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে বানিয়েছেন আপনি চায়লে জীবনে অনেক কিছু করতে পারেন ৷ তাই কারো কথা চিন্তা না করে জীবনে সাফল্য পেতে কঠর পরিশ্রম করুন ৷ কাজে ব্যস্ত হয়ে যান দেখবেন আসতে আসতে সেই মানুষটিকে ভুলতে সক্ষম হবেন ৷

৬- প্রিয়জনদের সঙ্গে সময় কাটান:-
অবসর সময় একা না থেকে আত্মিয়সজনদের সঙ্গে সময় কাটান ৷ মা বাবা ভাই বোন সহ নিকট আত্মিয় ও ছোট বাচ্চাদের সঙ্গে সম্পর্ক যত গভীর করবেন তত তাড়াতাড়ি সেই নিষ্ঠুর মানুষটিকে ভুলতে পারবেন ৷ দেখবেন আসতে আসতে সব ঠিক হয়ে যাবে ৷

আল্লাহ আমাদের সমস্ত শয়তানি থেকে যেন হেফাজতে রাখেন | আমিন ৷

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
Movies
Movies
Movies