Imported post: Facebook Post: 2020-04-14T13:46:23
করোনা ভাইরাসে মহামারি ঠেকানো জন্য ১০দিনের সাধারণ ছুটিতে পবনাপুরের চরের হাটে চলছে রমরমা ব্যবসা বানিজ্য ; ২৬শে মার্চ ২০ই থেকে সমগ্র বাংলাদেশে সামাজিক দূরত্ব ও বিচ্ছিনতা বজায় রাখতে যখন বিভাগীয় জেলা -উপজেলা শহরগুলোতে ঔষধ-কাঁচা সবজির দোকান ছাড়া সব শপিং মল দোকান পাট বন্ধ থাকলেও গাইবান্ধ জেলার পলাশবাড়ী উপজেলাস্থ ৭নং পবনা পুরের হাট বাজারে সরকারি সামাজিক দূরত্ব বিচ্ছিনতার ঘোষনা কে উপেক্ষা করে মুদি দোকান থেকে শুরু করে টি হোটেলসহ সব ধরনের দোকান খোলা হচ্ছে সকাল ৭টায় বন্ধ করছে রাত ১২টায় বলত গেলে সরকারী ১০দিনের সাধারন ছুটিতে জাকজমক ব্যবসা করছে চরের হাট বাজারের দোকানীরা এ অবস্থায় এলাকার সচেতন মানুষরা করোনা ভাইরাসের মহামারি এড়াতে এ বাজারটিতে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল কমনা করছে উপজেলা প্রশাসনের নিকট..........