এনআইডি ছবি পরিবর্তন |মাত্র ৫ মিনিটে NID কার্ডের অসুন্দর ছবি বদলে নিন
এনআইডি ছবি পরিবর্তন |মাত্র ৫ মিনিটে NID কার্ডের অসুন্দর ছবি বদলে নিন
এনআইডি বা জাতীয় পরিচয় পত্র পেয়েছি প্রায় এক যুগেরও বেশি সময় পূ্র্বে। তখন যে ছবি ব্যবহার করা হয়েছিল সে ছবি আর এখনকার চেহারার সাথে মিল না থাকাটা অতি সাধারণ একটি বিষয়।
আবার অনেকের ছবি তেমন একটা সুন্দর হয়নি। ফলে অসুন্দর বা পুরাতন ছবি পরিবর্তন করার প্রয়োজন হয়। এই কাজটি এখন থেকে অনলাইনের মাধ্যমে করা যাবে। ছবি পরিবর্তন ছাড়াও এনআইডির অনেক পুরানো তথ্য হালনাগাদ করা যায়। NID বা জাতীয় পরিচয় পত্রের ছবি পরিবর্তনসহ তথ্য হালনাগাদ করার জন্য প্রথেমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের ওয়েব সাইট (https://services.nidw.gov.bd/registration) এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
এই ওয়েবসাইটে প্রবেশের পর প্রয়োজনীয় তথ্য বসিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড বসিয়ে লগইন করুন রেজিষ্ট্রেশন করতে নিম্নের ধাপসমূহ অনুসরণ করতে হবে:
NID Correction এর ধাপসমূহ নিম্নরূপ:
- প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা।
- আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগইন করা।
- তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট করা।
- প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দেয়া।
- জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দেয়া।
লগইন করার পর এবার “রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই” ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ফর্ম ওপেন হবে। এখন ফর্মটি পূরণ করতে হবে। ফর্ম পূরণের জন্য প্রথমে এনআইডি নম্বর বসাতে হবে। যদি এনআইডি নম্বর ১৩ সংখ্যার হয়। তাহলে অবশ্যই প্রথমে আপনি আপনার জন্ম সাল যোগ করে দিতে হবে। যেমন, কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও জন্মসাল ১৯৯০, তাহলে আপনি লিখতে হবে ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০।
এরপর জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ঠিকানা (বিভাগ জেলা, উপজেলা/ থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন) এবং স্থায়ী ঠিকানা (বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভােটার হবার সময় যা দিয়েছিলেন) বসাতে হবে। এবার লগইন পাসওয়ার্ড (অবশ্যই ৮ সংখ্যার হতে হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে। যেমনঃ (Probangla123)। এই ডাটাগুলো দেয়ার পরে নিচে থেকে ক্যাপচাটি সঠিকভাবে ক্যাপচা পূরণ করে দিয়ে রেজিস্টার’ বাটনে ক্লিক করুন।
সঠিক ও সফলভাবে রেজিস্টার করার পর মোবাইলে ভেরিফিকেশন কোড আসবে। কোডটি বসানোর জন্য বক্স ওপেন হবে। বক্সে কোডটি বসিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। ২ মিনিটের মধ্যে মোবাইলে কোড না আসলে পুনরায় কোড পাঠান (SMS) ক্লিক করুন।
সঠিকভাবে কোড প্রবেশ করার পর আপনার অ্যাকাউন্ট একটিভ হবে এবং লগইন করার অপশন আসবে। তারপর লগইন করতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর আগের মত জন্ম সাল যোগ করে দিতে হবে। জন্ম তারিখ ও আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে ভেরিফাইড কোড কিভাবে পেতে চান তা সিলেক্ট করতে হবে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার আপনার হাতের কাছে থাকলে মোবাইলে তা না হলে ইমেইল সিলেক্ট করুন। এবার আপনার সিলেক্ট করা অপশন মোবাইলে বা ইমেইল থেকে ভেরিফাইড কোড বসিয়ে লগইন করুন ।
এখন আপনার নির্বাচন কমিশনের কাছে থাকা আপনার সকল ডাটাবেজ আপনার সামনে উপস্থাপন করা হবে এবং নিচের যেকোন অপশনে আপনার প্রয়োজন অনুযায়ী অপশনে ক্লিক করুন আর তথ্য হালনাগাদ করুন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন সহ অনেক কিছু পরিবর্তন করতে পারবেন এখান থেকে।
NID কার্ডের ছবি পরিবর্তন করতে কি কি লাগে
এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চাইঊ সংশোধনের আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্র গুলো দেওয়া গুরুত্বপূর্ণ:
- আবেদনকারী ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- সংশোধনের বিষয় উল্লেখ করে, জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ পূরণ করে জমা দেওয়া।
- ছবি পরিবর্তনের প্রত্যয়ন পত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর/ সিটি কর্পোরেশন অফিস থেকে সংগ্রহ করে আবেদনের সাথে জমা দিতে হবে।
- অনলাইন করা জন্ম নিবন্ধন সনদ। (ঐচ্ছিক)
- সংশোধন ফি জমাদানের প্রমান/ রশিদ হিসেবে বিকাশের Transaction ID লিখে দিতে পারেন।
এসকল কাগজপত্র স্থানীয় নির্বাচন অফিসে নির্ধারিত তারিখে জমা দিয়ে নতুন ছবি ও স্বাক্ষর দিতে হবে।
এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের সংশোধন ফি জমা
আইডি কার্ডের ছবি পরিবর্তন করা মূলত NID কার্ডের তথ্য সংশোধনী সেবার অন্তর্ভুক্ত। এর জন্য ২৩০ টাকা সংশোধন ফি দিতে হবে। ব্যাংকের এ-চালান এর মাধ্যমে এই সংশোধন ফি পরিশোধ করা যায় না। তাই বিভিন্ন অনলাইন/ মোবাইল ব্যাংকিং ব্যবস্থা (বিকাশ, রকেট, নগদ এবং অন্যান্য মোবাইল ব্যাংকিং) ব্যবহার করে ফি দিতে হবে। বিকাশের মাধ্যমে আইডি কার্ডের ছবি পরিবর্তন ফি পরিশোধ করতে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন:
- আপনার bKash একাউন্টে লগইন করুন।
- পে-বিল অপশনে গিয়ে NID Service (সরকারি ফি) সিলেক্ট করুন।
- আবেদনের ধরন অপশনে ‘NID Info Correction’ অপশনটি সিলেক্ট করুন।
- আপনার NID নাম্বার লিখুন।
- এবার ২৩০ টাকা ফি পেমেন্ট নিশ্চিত করতে পরবর্তী ধাপে গিয়ে বিকাশ PIN লিখুন।
- ট্যাপ করে ধরে রেখে পেমেন্ট সম্পন্ন করুন।
পেমেন্ট সম্পন্ন হলে Transaction ID টি ‘জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২’ -তে লিখে দিন।
আশাকরি আপনারা এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের নিয়মটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।