‘সঠিক ধর্মীয় জ্ঞানের প্রসারে পুরোহিতদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
দেশের উন্নয়নে সেবাইত-পুরোহিতদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, তারাই পারে সনাতন ধর্মের মানুষের মধ্যে সঠিক ধর্মীয় জ্ঞানের প্রসার ঘটিয়ে আদর্শ ও নিষ্ঠাবান মানুষ গড়ে তুলতে।
আজ বুধবার (২৯ মে) দুপুরে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধবিহার কমপ্লেক্স অডিটোরিয়ামে ঢাকা বিভাগীয় পুরোহিত ও সেবাইত সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সমাজে সকল ধর্মের মানুষের কাছেই তাদের ধর্মীয় নেতাদের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সমাজের অধিকাংশ মানুষ তাদেরকে শ্রদ্ধার চোখে দেখে, সম্মান করে। এই শ্রেণির মানুষগুলোকে আমরা যদি আর্থিকভাবে সচ্ছলতা দিতে পারি এবং পেশাগত দায়িত্ব পালনে যদি আমরা তাদেরকে দক্ষ করে তুলতে পারি, তাহলে দেশ ও জাতির কল্যাণে তারা অনেক বেশি অবদান রাখতে পারবে।
অন্যান্য ধর্মের মতো সনাতন ধর্মের প্রকল্প তৈরি করে পুরোহিত-সেবাইতদেরকে প্রশিক্ষণের আওতায় আনার কথা বলে ধর্মমন্ত্রী বলেন, আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্য ও সম্প্রীতির পীঠস্থান। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে পুরোহিত ও সেবাইতরা বিশেষ ভূমিকা পালন করতে পারেন।