ফজর,মাগরিব,এশা নামাজে আসতে কেরাত করলে নামাজ হবে কি ?
প্রশ্নঃ- কোন ব্যক্তি যদি একা মাগরিব বা ইশা বা ফজরের নামায পড়ে তাহলে সে কেরাত কি জোরে পড়বে না কি আস্তে পড়বে?
উত্তরঃ- ফজরে ২রাকাত মাগরিবের ৩ রকয়াতের মধ্যে প্রথম ২রাকয়াত এবং এশার ৪রাকয়াতের মধ্যে প্রথম ২রকয়াত মোটামাটি একটা আওয়াজে কেরাত করতে হবে । কেও ইচ্ছে করলে আসতেও করতে পারে । আসতে বলতে যাতে কম করে হলেও নিজে শুনতে পায় । আর মেয়েদের জন্য নামাজের কেরাত আসতে হবে জোরে করা চলবেনা ।
কেরাত জোরে হোক বা আসতে নামাজ হয়ে যাবে তবে মনে মনে কেরাত যেন না হয় ।
( মনে চাইলে জোরেও পড়তে পারবে এবং আস্তেও পড়তে পারবে। তবে নুন্যতম স্বরে জোরে পড়া চাই।।-দুররে মুখতার- ০১/৪৯৮। ১৭০।)
আল্লাহু ও রাসুলুহু আ’লাম