গোবিন্দগঞ্জ উপজেলা
গোবিন্দগঞ্জ উপজেলা বাংলাদেশের গাইবান্ধা জেলার একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
উত্তরবঙ্গ এর প্রবেশদ্বার বলে খ্যাত গোবিন্দগঞ্জ উপজেলা রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় অবস্থিত। এটি এই বিভাগের সবচেয়ে বড় উপজেলা। উত্তরে ঘোড়াঘাট উপজেলা ও পলাশবাড়ী উপজেলা, দক্ষিণে সোনাতলা উপজেলা ও শিবগঞ্জ উপজেলা, পূর্বে সাঘাটা উপজেলা ও পলাশবাড়ী উপজেলা, পশ্চিমে পাঁচবিবি উপজেলা ও কালাই উপজেলা।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
পৌরসভা - ১টি :
ইউনিয়ন - ১৭টি :
- মহিমাগঞ্জ
- কামদিয়া
- শাখাহার
- কাটাবাড়ী
- রাজাহার
- সাপমারা
- দরবস্ত ইউনিয়ন, গোবিন্দগঞ্জ
- তালুককানুপুর
- নাকাই
- হরিরামপুর
- রাখালবুরুজ
- ফুলবাড়ী
- গুমানীগঞ্জ
- কামারদহ
- কোচাশহর
- শিবপুর|
- শালমারা
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
শিক্ষা[সম্পাদনা]
গোবিন্দগঞ্জ সরকারি কলেজ
অর্থনীতি[সম্পাদনা]
এই উপজেলার কোচাশহর ইউনিয়ন কুটির শিল্পে খুবই উন্নত। এখানে ১৯৬০-এর দশক থেকে সুয়েটার, মুজা, মাফলার ইত্যাদি তৈরী করা হয়।
- শিল্প-কারখানা
বাংলাদেশের অন্যতম বড় চিনিকল রংপুর চিনি কল লিমিটেড এই উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত।
কৃতি ব্যক্তিত্ব[সম্পাদনা]
- আহমেদ হোসেইন - রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার কৃষি মন্ত্রী;
- মনোয়ার হোসেন চৌধুরী - রাজনীতিবিদ,সংসদ সদস্য;
- আবুল কালাম আজাদ - রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য;
- শাহ আব্দুল হামিদ - রাজনীতিবিদ, গণপরিষদ এর প্রথম স্পীকার;
- কাজী এম বদরুদ্দোজা - কৃষিবিদ, কাজী পেয়ারার উদ্ভাবক।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- বর্ধন কুঠি জমিদার বাড়ী
- বিরাট রাজার প্রাসাদ - গোবিন্দগঞ্জ উপজেলা;
- রংপুর চিনি কল লিমিটেড - মহিমাগঞ্জ ইউনিয়ন।
- মাস্তা মসজিদ।
গোবিন্দগঞ্জ উপজেলা বাংলাদেশে গোবিন্দগঞ্জ উপজেলার অবস্থান স্থানাঙ্ক: ২৫°৮′২″ উত্তর ৮৯°২৩′৩৪″ পূর্বস্থানাঙ্ক: ২৫°৮′২″ উত্তর ৮৯°২৩′৩৪″ পূর্ব দেশ বাংলাদেশ বিভাগ রংপুর বিভাগ জেলা গাইবান্ধা জেলা সরকার • সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী আয়তন • মোট ৪৬০.৪২ বর্গকিমি (১৭৭.৭৭ বর্গমাইল) জনসংখ্যা (2001)[১] • মোট ৪,৬১,৪২৮ • জনঘনত্ব ১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) সাক্ষরতার হার • মোট ৩৭% সময় অঞ্চল বিএসটি (ইউটিসি+৬) পোস্ট কোড ৫৭৪০ প্রশাসনিক
বিভাগের কোড৫৫ ৩২ ৩০