নোটিশ

রাকিব মাল্টিমিডিয়ার এই পোস্ট টি আপনার ভালো লাগলে শেয়ার করুন এবং অন্যদেরকে এই ওয়েব সাইট টি ভিজিট করার জন্য অনুরোধ করছি। আপনার যেকোনো অভিযোগ সরাসরি জানাতে কল করুন 01772131866 নাম্বারে। ধন্যবাদ ---মো: রাকিবুল হাসান, স্বত্তাধীকারী, রাকিব মাল্টিমিডিয়া
Movies

নামাযের ফরয ও ওয়াজিবগুলো কি কি?

 

নামাযের ফরয ও ওয়াজিব



নামাযের বাইরে ও ভিতরে ১৩ ফরযঃ

নামাযের বাইরে ৭ ফরযঃ
১। শরীর পাক।
২। কাপড় পাক।
৩। নামাযের জায়গা পাক।
৪। সতর ঢাকা।
৫। কিবলামুখী হওয়া।
৬। ওয়াক্ত মত নামায পড়া।
৭। নামাযের নিয়ত করা।

নামাযের ভিতরে ৬ ফরযঃ
১। তাকবীরে তাহরীমা বলা।
২। দাঁড়িয়ে নামায পড়া।
৩। ক্বিরা‘আত পড়া।
৪। রুকু করা।
৫। দুই সিজদা করা।
৬। আখিরী/শেষ বৈঠক করা।

নামাযের ওয়াজিব ১৪টি

১। সূরা ফাতিহা পুরা পড়া।
২। সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো।
৩। রুকু-সিজদায় দেরী করা।
৪। রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো।
৫। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা।
৬। প্রথমে বৈঠক করা।
৭। উভয় বৈঠকে আত্তাহিয়্যাতু পড়া।
৮। ইমামের জন্য ক্বিরা‘আত আস্তে এবং জোরে পড়া।
৯। বিতরের নামাযে দু‘আয়ে কুনূত পড়া।
১০। দুই ঈদের নামাযে ছয়টি করে তাকবীর বলা।
১১। ফরয নামাযের প্রথম দুই রাকা‘আতকে কিরাআতের জন্য নির্ধারিত করা।
১২। প্রত্যেক রাকা‘আতের ফরযগুলোর তারতীব ঠিক রাখা।
১৩। প্রত্যেক রাকা‘আতের ওয়াজিবগুলোর তারতীব ঠিক রাখা।
১৪। ‘সালাম’ বলে নামায শেষ করা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
Movies
Movies
Movies