Imported post: Facebook Post: 2020-04-22T16:24:51
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে চলমান সাধারণ ছুটি মে মাসের ৫ তারিখ পর্যন্ত বাড়ানো হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, "এই সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর বিষয়টি নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। আজই (বুধবার) বিকালে সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।"
করোনাভাইরাস সংক্রমণ রোধে ২৬শে মার্চ থেকে প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল বাংলাদেশে।
এরপর তিন দফা ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।
তৃতীয় দফায় ছুটি বাড়ানোর পর ২৫শে এপ্রিল তা শেষ হওয়ার কথা ছিল।
এখন সেখান থেকে ছুটির মেয়াদ আরো এক সপ্তাহের বেশি বাড়ানো হচ্ছে।