Imported post: Facebook Post: 2020-04-17T04:29:07
করোনাভাইরাস: কোভিড-১৯ এ চীনে মৃত্যু সংখ্য| আরো ১,২৯০জন বেড়েছে
১৭ এপ্রিল ২০২০
চীনের মৃত্যুর সংখ্যা আজকের আগ পর্যন্ত কয়েক সপ্তাহ ধরে জন্য ৩,৩০০ জনে স্থিতিশীল ছিল - কিন্তু এখন এই মৃত্যুর সংখ্যা এক লাফে ৪,৬০০ জনে উঠে গেছে।
এর কারণ হল উহান শহরে, যেখানে কিনা সর্বপ্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, সেখানে এই মৃত্যুর সংখ্যা ৫০% বৃদ্ধি পেয়েছে।
কারণ এখন হাসপাতালেন বাইরে যারা মারা গেছেন তাদেরকেও গণনার অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বশেষ আপডেটে মৃতের সংখ্যা ১,২৯০জন বেড়েছে।
এখন উহানে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩,৮৬৯ জনে।
প্রথম দিকে চীনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে তারা হয়তো রাখঢাক করে তথ্য প্রকাশ করছে।
সংশোধিত এই পরিসংখ্যান প্রকাশের পর উহানের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে আসল পরিসংখ্যানে কোন গড়মিল করা হয়নি।
উহানের এক কোটি ১০ লাখ বাসিন্দা গত ১১ সপ্তাহ ধরে কঠোর লকডাউনের মধ্যে ছিলেন, যা সম্প্রতি শিথিল করা হয়েছে।